বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় ১২ আসামীর জামিন মঞ্জুর করেছে আদালত। আজ দুপুর ১টায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো: মাসুম বিল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল আহসান।
বুধবার সকালে গ্রেফতারকৃত আওয়ামী লীগের ২১ নেতা কর্মীর জামিনের আবেদন করেন আইনজীবীরা। দুপুর ১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে বিচারক জামিন শুনানী শেষে দুই মামলায় ১২ জনের জামিন মঞ্জুর করেন।
ইউএনও’র করা মামলায় তিনজন ও পুলিশের মামলায় ৯ জন আসামীকে জামিন দেয়া হয়েছে। পুলিশের মামলায় জামিনপ্রাপ্তরা হলেন- মো: ইকতিয়ার উদ্দিন, আব্দুল সালাম মনু, মো: মমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ুন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজী, নাসির উদ্দিন। এছাড়া ইউএনও’র করা মামলায় জামিন পেলেন মো: ইকতিয়ার উদ্দিন, আব্দুল সালাম মনু ও আলো গাজী।
গত ১৮ আগস্ট রাতে বরিশাল নগরীর সিএ্যন্ডবি রোডের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসভবনের সামনে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রি-মুখী সংঘর্ষ বাধে। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ গুলিবিদ্ধ হন ৫০ জন।
এ ঘটনায় ১৯ আগস্ট ইউএনও মুনিবুর রহমান ও এসআই শাহজালাল মল্লিক দুটি মামলা দায়ের করেন। মামলা দুটিতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামী করা হয়। এছাড়া জ্ঞাত ও অজ্ঞাত ৬০২ জনকে আসামী করা হয়। এ ঘটনায় বিসিসির কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নাসহ ২২ জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব।
উল্লেখ্য, উক্ত ঘটনায় ২২ আগস্ট বিসিসি প্যানেল মেয়র-২ এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাদী হয়ে ইউএনও মুনিবুর রহমান ও ওসিকে আসামী করে ১০৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।