বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ঢাকা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটির ৩২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর লায়ন বিল্লাল শাহ্ সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সহযোগী সম্পাদক মো. নূরুল ইসলাম মজুমদার সবুজ।
গত ২৯ আগষ্ট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাদেকুর রহমান ঢাকা জেলা শাখার অসংখ্য অনিয়ম দেখে গঠনতন্ত্রের ১৫ ধারার ক্ষমতা বলে ঢাকা শাখাকে ভেঙে দিয়ে শনিবার ( ৪ সেপ্টেম্বর) ১৩(তের) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ জসীম উদ্দিন, মোঃ ইমাম হোসেন চুন্নু, শাহেদুর রহমান শাহীন, ফয়েজ আহমেদ, ওয়াহিদুল আলম, কালিপদ মজুমদার, লিটন নন্দী, এ কে এম গোলাম কিবরিয়া স্বপন, চঞ্চল মাহমুদ, সরওয়ার হোসাইন নবাব, রাশেদুল ইসলাম মাসুদ।
এই কমিটির মেয়াদ ৩(তিন) মাস। নবনির্বাচিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।