রাজবাড়ী অংশের পদ্মার পানি কমতে শুরু করেছে। তবে এরই মধ্যে নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।
জানা গেছে, নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। জেলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি পরিবারের ৪০ হাজারের মতো মানুষ পানিবন্দী রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী ৩টি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মার পানি। গোয়ালন্দের দৌলতদিয়ায় ১০ সেন্টিমিটার কমে ৬২ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৯ ও পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, ত্রাণ কার্যক্রম চলছে। পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। পর্যায়ক্রমে সব পানিবন্দী পরিবার ত্রাণ সহায়তা পাবেন।