বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :

একদিনে সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ পাঠক পড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২১২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তিডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৪২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৮৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৫৪ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৬৯০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ হাজার ৩৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সেপ্টেম্বরের আটদিনে ২ হাজার ৩৩৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৭ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580