বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় তাদের আটক করে পুলিশ। নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, ‘গতকাল রাতে রাজীব আহসানসহ চারজনকে আটক করা হয়। ওই চারজনসহ আরও অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’
ওসি জানান, সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের চ্যালেঞ্জ করে পুলিশ। কোনো সদুত্তর দিতে না পারায় তাদের ধানমন্ডি থানায় নেয়া হয়।
গ্রেপ্তার অন্য একজন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুর রহমান। বাকি দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
বুধবার রাতে রাজীবকে রাজধানীর রাইফেলস স্কয়ার থেকে তুলে নেয়ার অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতেই বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক বিজ্ঞপ্তিতে দাবি করেন, ‘বুধবার রাত ১১টা ১৫ মিনিটে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে গেছে।’
মির্জা ফখরুল সুস্থ অবস্থায় রাজীবকে তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান।