শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :

বিজিবির সঙ্গে দুই ‘বন্দুকযুদ্ধ’ কক্সবাজারে, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ পাঠক পড়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

রবিবার  ভোরে এই দুই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে।

নিহতদের একজনের নাম শাহজাহান। তিনি উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০ মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি। তবে নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদের ভাষ্য অনুযায়ী, উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে- রবিবার ভোররাতে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। টহলরত বিজিবি সদস্যরা চার-পাঁচজনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বিজিবিও পাল্টাগুলি চালালে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশি অস্ত্র জব্দ করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরো বলেন, টেকনাফ ২ বিজিবির সদস্যদের সঙ্গে অপর এক ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580