কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া ০৪ নং ওয়ার্ডের রোহিঙ্গা ইসমাঈলের পুরো পরিবার এনআইডি ও জন্মনিবন্ধন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সুত্রে জানা যায়, মৃত আব্দুছ সোবাহানের পুত্র মোঃ ইসমাঈল একজন পুরাতন রোহিঙ্গা। মিয়ানমার থেকে অস্থায়ীভাবে শিলখালীতে বসবাস করে আসছিলো পরিবারটি। পরে ইসমাঈল তাবলীগ জামায়াত করে এবং কৌশলে বাংলাদেশী এনআইডি কার্ড করে। এই আইডি কার্ড ব্যবহার করে রোহিঙ্গা পরিবারটি সরকারি খাস জমি বন্দোবস্তি দলিল ও সৃজিত খতিয়ান করার চেষ্টা করে আসছে। যাহা করলে স্থানীদের অপূরনীয় ক্ষতি হবে বলে জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয়রা বলেন, ইসমাঈল একজন রোহিঙ্গা। তার পুরো পরিবার এনআইডি ও জন্মনিবন্ধন করেছে।এবং সেই আইডি কার্ড নিয়ে সরকারী খাস জমি দখল করে বন্দোবস্তি দলিল খতিয়ান করা অত্যন্ত দুঃখজনক। তদন্ত পুর্বক ইসমাঈল ও তার পরিবারের এনআইডি বাতিলের দাবি জানিয়েছেন তারা।