বর্তমানে বাংলাদেশের কেউ ভালো নেই, শান্তিতে নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পান না। এমনকি করোনার মতো একটি ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পাননি।
মঙ্গলবার গুলশানে বিএনপি মহাসচিবের সাথে কৃষকদলের নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশ একটি ভয়াবহ সময় পার করছে। আমরা এ সময় কৃষকদের কাছ থেকে আশা করব তারা নিজেদেরকে সংগঠিত করবে। যে ফ্যাসিস্ট সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে তাদেরকে সরাতে কৃষকদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন গৃহবন্দি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। কয়েক হাজার মানুষ খুন-গুমের শিকার। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদেরকে ঐক্যবদ্ধ করা। নিজেদের ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের মাধ্যমে সরকারকে প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।