বিএনপি ও খালেদা জিয়াকে ইঙ্গিত করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, যে লোক ও যে দল দেশে বসে অশ্বডিম্ব পাড়ে তারা বিদেশে গিয়ে কী পাড়তে পারবে বলেন। মন্ত্রী তার বক্তব্যে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার বারবার বিদেশ যেতে চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান ভবন, সেতু ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ৩৮টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।
আনিসুল হক এমপি আরো বলেন, ভোটের জন্য জনগণ যেভাবে চায় সেভাবে পরিবেশ করে দেওয়া হবে। নির্বাচন ইনশাআল্লাহ্ সুষ্ঠু হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা জমসেদ শাহ্, উপজেলা পরিষদের সাবেক সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন। মন্ত্রী রেলপথে আখাউড়ায় আসেন। পরে বিকেলে কসবায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।
আখাউড়ার সমাবেশে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় করে না। ষড়যন্ত্রে জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সমাবেশে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, মন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন প্রমুখ। এ সময় মন্ত্রী আখাউড়ার মাদক প্রতিরোধে প্রত্যেককে সৈনিক হওয়ার আহ্বান জানান।