রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ পাঠক পড়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে। গত সাড়ে ১২বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেকটাই বদলে গেছে বাংলাদেশ। কিন্তু অনেকেরই তা পচ্ছন্দ হচ্ছে না। তিনি বলেন, বিএনপি নেতারা বলছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আর কোন নির্বাচনে অংশ নেবে না। এর আগেও বিএনপি বলেছিল নির্বাচন করতে দেয়া হবে না। কিন্তু নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ২০১৮ সালে বিএনপি নির্বাচনেও অংশ গ্রহণ করেছে।

মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বার বার জলঘোলা করেই নির্বাচনে অংশ নেয়। আগামী নির্বাচনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত হবে তাদের আত্মহননের সামিল। অবশ্য যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন বর্জন করে। বিএনপি পিছনের দরজা দিয়েই ক্ষমতায় যেতে চায়। তাদের এমন অভ্যাস আছে। দেশের জনগণের উপর আস্থা নেই বলেই নির্বাচনকে তারা ভয় পায়।

শুক্রবার খুলনায় প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে সাংবাদিকদের করোনাকালীন অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের ৭৫জনকে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের টাকার চেক প্রদান করা হয়।

খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। বক্তব্য দেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাংবাদিক অমিয় কান্তি পাল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, সাড়ে ১২ বছর আগে ক্ষুধার জ্বালায় বাসি ভাত চাওয়ার কথা শোনা যেত। এখন আর তা শোনা যায়না। এটা বদলে যাওয়া বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চান। এজন্য বিধাবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধভাতা, মাতৃত্বকালীনসহ অনেক ভাতা চালু করেছেন। সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন।

মন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী একদিনও বসে থাকেননি। তথ্য প্রযুক্তির সর্ব্বোত্তম ব্যবহার করে ই-ফাইল চালু, মন্ত্রী পরিষদের সভা হয়েছে। বিশ্বে জিডিপির হার কমলেও বাংলাদেশে বেড়েছে। জিডিপি রেট ভারতকে ছাড়িয়েছে। মাথাপিছু আয় ২৫০ ডলার বেড়েছে। আমরা দশ বছর আগে পাকিস্তানকেও সব সূচকে হারিয়েছি। সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকার অনুদান প্রদানের বিষয়টি উল্লেখ করে ড. হাছান মাহমুদ এমপি বলেন, প্রধানমন্ত্রীর অনুদান থেকে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা প্রদান করা হচ্ছে। যারা ওই সময়ে চাকুরিচ্যুত হযেছেন, বেতন পাননি তারা সকলে এই সহায়তা পাবেন। যারা সব সময় সরকারের সমলোচনা করেন, তারও এ থেকে বাদ পড়বেন না।

এর আগে সকাল সাড়ে ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন করেন। ওই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ আদালত থেকে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা থেকে সাজা স্থগিত করেছেন। সরকার চাইলেই বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ আগামীকালই বাতিল করতে পারে। অতএব বিএনপির উচিত হবে এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা দেখানো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুলনায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র, সিনেপ্লেক্সসহ তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580