দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২ জন।
এ নিয়ে চলতি বছরে মোট ১৭ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৪২ জনের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২২৯ জন রোগী ভর্তি আছেন।