করোনাভাইরাসের কারণে এ বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকালই (সোমবার) সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ১৪ নবেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা। এই দুইটি পাবলিক পরীক্ষার চূড়ান্ত রুটিনও প্রকাশ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর সীমিত আকারে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। গত প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়ে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।