রাজধানীর কামরাঙ্গীরচরে কর্মস্থল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। কামরাঙ্গীরচরের রসুলপুরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
রিপন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের প্রয়াত আলম শরীফের ছেলে। সে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের সেলসম্যান ছিল। সে সপরিবার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকত।
রিপনের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতবর জানান, রিপন বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। এ সময় পূর্ব রসুলপুরে তার বাসার কাছে স্থানীয় আরেক কিশোর তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে ধস্তাধস্তি হয়।
ধস্তাধস্তির একপর্যায়ে রিপনের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর।
ছুরিকাঘাতের পর রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কিশোরটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।