স্টাফ রিপোর্টার : মিয়ানমারের সামরিক সরকার সেনা অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করে ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চিঠিতে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা (মিয়ানমারের সামরিক সরকার) আমাদের রাষ্ট্রদূতকে একটা চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে তারা ক্ষমতা নিয়েছে। তারা বলেছে যে, ১০.৪ মিলিয়ন ভুয়া ভোট হয়েছে যে কারণে তারা এটা করেছে।’
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শুক্রবার রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর একটি দলের পরিদর্শন বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে রাখাইনে যেসব রোহিঙ্গা আছেন তাদের ক্যাম্পে মিলিটারি কমান্ডাররা গিয়েছে। তখন তাদের মুরুব্বিরা তাদের অভিযোগের কথা বলেছে এবং সেনা কর্মকর্তারা ধাপে ধাপে তাদের অবস্থার পরিবর্তন করার কথা বলেছে। এগুলো শুনে কক্সবাজারের কুতুপালং এলাকায় ক্যাম্পে খুব খুশি লোকজন, যে আর্মি তাদের একটা অভয় দিয়েছে। এটা ভালো খবর। ভালো শুরু।’
এটা বাংলাদেশের জন্যও ভালো খবর কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তথ্য পেয়েছি। তবে আমাদের তো ভেরিফায়েড তথ্য পেতে হবে। তাদের সরকার আগে আমাদের বলুক।’