গত এক মাসের ব্যবধানে চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যার সর্বশেষটি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে তারা। এটি উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছুড়ে এটির কার্যকারিতা যাচাই করা হয়েছে। এটিতে সম্পূর্ণ নতুন কিছু প্রযুক্তি রয়েছে।
এর আগে গত সপ্তাহে শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে যেতে সক্ষম উচ্চগতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। যেটির পারমাণবিক সক্ষমতা রয়েছে ধারণা করা হচ্ছে। গত মাসের শুরুর দিকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছিল দেশটি।
গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এসব পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া ‘অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা’ বাড়িয়েই চলেছে।