শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :

রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৯১ পাঠক পড়েছে

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় রাজধানী ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে আজ রোববার থেকে অভিযানে নেমেছে সরকার।

এর আগে, শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিবৃতিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, রোববার বেলা ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হবে। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে এ অভিযানের সিদ্ধান্তে নেয়া হয়েছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দিচ্ছিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি এবং ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580