শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১, আহত ৫

 ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৫ পাঠক পড়েছে

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার ভিতরে বিস্ফোরণে শফিকুল ইসলাম (২৭) ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

রবিবার দুপুরের দিকে আদালতের মালখানার ভিতরে মিস্ত্রীরা কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের বসির শেখের ছেলে। ঘটনার সাথে সাথে ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

প্রত্যক্ষদর্শরা জানান, আজ রবিবার সকাল থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মালখানার ভিতরে গণপুর্ত বিভাগের মিস্ত্রীরা র‌্যাক তৈরী করছিল। দুপুরের দিকে বিকট শব্দে একটা বিস্ফোরণ ঘটে। তখন আদালতে উপস্থিত লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারা ভবন ধুয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ভিতরে ঢুকে আটকা পড়া মিস্ত্রীদের উদ্ধার করে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর ১ জন মারা যায়। আরো ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা ৪ জন গণপুর্ত বিভাগের শ্রমিক ও ১ জন পুলিশ কনস্টেবল রয়েছে।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ জানান, আদালতের মালখানার ভিতরে বিস্ফোরণের ঘটনায় আহত ৫ জনের মধ্যে ২ জনের হাত-পা একেবারে ঝলসে গেছে। তাদের মধ্যে একজন মারা গেছে।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদালতের মালখানার ভিতরে মালামাল রাখার সুবিধার্থে একটা বড় র‌্যাক তৈরী করা হচ্ছিল। বেশ বড় হওয়ার কারনে কাজটি বাইরে না করে ভিতরে করা হয়। গণপুর্তবিভাগের ৪ জন শ্রমিক কাজটি করছিল। কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে তাদের কাছে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ৪ জন শ্রমিক ও ১জন পুলিশ সদস্য আহত হয়। এখানে অন্য কোন বোমা বা এক্সক্লুসিভ বিস্ফোরণ ঘটেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, বেলা ১ টার পরে আদালতে মালখানার ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মালখানার ভিতরে কাজ করার সময় তাদের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এ হতা-হতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580