শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সরকারি কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ছাড় নয় : মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২১০ পাঠক পড়েছে

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে অক্সফাম এনজিও ফোরামের সহযোগিতায় ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ গরুহাটা বাজারে সমন্বিত সুবিধা সম্পন্ন গণশৌচাগার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

উপস্থিত ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, ৩৩ নং ওয়ার্ডের উন্নয়নে ইতিমধ্যে ৪০ কোটি টাকার টেন্ডার বা কার্যাদেশ প্রদান করা হযেছে। দ্রুতই এলাকার চেহারা পাল্টে যাবে। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছি তার ফলাফল আপনারা পাচ্ছেন। বৈদ্যুতিক বাতি স্থাপনের কাজ চলমান রয়েছে। একটি পার্ক নির্মাণসহ আরও কিছু উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজে গুণগতমান নিশ্চিত প্রসঙ্গে মেয়র হুঁশিয়ারি জানিয়ে বলেন, নির্মাণকাজে কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রকৌশলী-ঠিকাদার কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি অর্থের নয় ছয় কোনভাবেই সহ্য করা হবে না।

উদ্বোধনকালে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান মিয়া, ৩১, ৩২, ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, অক্সফাম এনজিও ফোরামের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580