স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা। সোমবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ, আসন্ন প্রি-কপ সম্মেলনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।
আলোচনাকালে স্পিকার বলেন, সারাদেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে এসে করোনা পরিস্থিতি উত্তরণ করেছে সরকার। করোনাকালে অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।
ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে সার্বিক মানব উন্নয়নে ৬ দফা প্রস্তাব তুলে ধরেছেন, যা অত্যন্ত সময়োপযোগী। ইতালির রোমে অনুষ্ঠিতব্য আসন্ন প্রি-কপ সম্মেলনে সংসদীয় প্রতিনিধিদিলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতালির ধারাবাহিক সহযোগিতা কামনা করেন স্পিকার।
এ সময় ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ অতুলনীয়। এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপসমূহের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।