নেত্রকোনার হাওড়দ্বীপ খালিয়াজুরী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজন মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর ইউনিয়নের বয়রা লতিফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তিনজন হলেন: ওই গ্রামের সাইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২৫)। এ সময় সাইবুল ও আবেদার আরেক মেয়ে তাসপিয়া আক্তারও (২) গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ভূমিহীন সাইবুল মিয়া সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকারের পক্ষ থেকে এক খ- খাসজমি ও একটি আধাপাকা ঘর বরাদ্দ পান। তার ঘরটির নির্মাণকাজ চলছিল। আজ বুধবার দুপুরে তিনি নির্মাণাধীন ঘরের দেয়ালে বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে পানি ছিটিয়ে দিচ্ছিলেন। এ সময় ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হন সাইবুল মিয়া। পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী আবেদা আক্তার, মেয়ে পিংকি আক্তার ও তাসপিয়া আক্তারও বিদ্যুতস্পৃষ্ট হন। এতে সাইবুল, আবেদা ও পিংকি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া তাসপিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া শিশু তাসপিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত তিনজনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তার উদ্যোগ নেয়া হচ্ছে।