শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৩ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : 
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৬৩ পাঠক পড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৩ জন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৭০ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।

নতুন ২০৩ জনসহ এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭২০ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৩ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত (৫ অক্টোবর) হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৪০০ জন রোগী। একই সময়ে দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ৭৩ জনের প্রাণহানি হয়েছে।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580