কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউসে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাগর নামে রেলওয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার ভোরে পার্শ্ববর্তী নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের কথা বলে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে নিয়ে যান রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সাগর। মেয়েটি সম্পর্কে তার খালাতো বোন। পরে ওইদিন রাত ৮টার দিকে সেখানে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন সাগর। এ সময় মেয়েটির ডাক-চিৎকার শুনে রেলওয়ে পুলিশ ও আশপাশের লোকজন কক্ষের দরজা ভাঙতে গেলে সাগর জানলার গ্লাস খুলে কার্নিস বেয়ে পালিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে রাতেই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা করেন।
অভিযুক্ত সাগর শহরের পূর্ব তারাপাশা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি ওই রেস্টহাউসের কেয়ারটেকার ছিলেন। সাগরকে জিআরপি থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।