পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন ও পরিবর্তনের জন্য স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের ও সমাজের উন্নয়নের জন্য আমাদের সর্বদা স্থিতিশীল চিন্তা থাকতে হবে।
শুক্রবার রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, যখনই সরকার উন্নয়নের চেষ্টা করেছে, তখনই বিরোধী দল বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে। এতে আমাদের অনেক সময় ব্যয় হয়েছে। তাই উন্নয়ন ও পরিবর্তনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। দেশের ও সমাজের উন্নয়ন করতে হলে স্থিতিশীল চিন্তা থাকতে হবে।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে। চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া, অ্যাডভেঞ্চার, ঝুঁকি গ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেদেরকে নিযুক্ত রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, গ্লোবাল ব্লকচেইন বিজনেস কাউন্সিলের নির্বাহী পরিচালক মিস. সান্দ্রা রো, ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।