ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুনঃসংস্কার ও স্থগিত করে রাখা সকল ট্রেনের যাত্রা বিরতি চালু করার দাবিতে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা নাগরিক ফোরাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২নম্বর প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্টেশনটিতে বর্তমানে দূরপাল্লার আন্ত:নগর ট্রেনের যাত্রার বিরতি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। এ অবস্থায় বিকল্প স্টেশন হিসেবে আখাউড়া, আশুগঞ্জ, আজমপুর ও আশুগঞ্জ হয়ে যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে যেতে হয়।’
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ তফসির, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মণ্ডলির সদস্য নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের নাগরিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান মারুফ, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নোঙরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামিম আহমেদ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক ও হাবিবুর রহমান পারভেজ। নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য বলেন, ‘দীর্ঘ সাত মাস হয়েছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে শুধু আন্তঃনগর একটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো থামছে না। আমাদের প্রশ্ন একটি ট্রেন যদি থামতে পারে তাহলে বাকি ট্রেনগুলো কেন থামতে পারছে না। এটি উদ্দেশ্যমূলক ভাবে থামানো হচ্ছে না। আগামী ১৫দিনের মধ্যে যদি সবগুলো ট্রেনের স্টপেজ না দেওয়া হয় তাহলে রেলপথ অবরোধের মত কর্মসূচি দেওয়া হতে পারে।’