রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে নৌ-পুলিশ। তবে নিখোঁজ রয়েছেন আরও দুই জন। তাদের অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুরে নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আলমগীর হোসেন জানান, এখনও দুজন নিখোঁজ রয়েছেন। নৌকায় ধাক্কা দেওয়া বাল্কহেড শনাক্ত করার কাজ চলছে। নৌ-পুলিশের অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও আশেপাশের দুই-তিন কিলোমিটার এলাকা অনুসন্ধান করা হবে। রোববার সকাল থেকেও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে দুপুর পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে নৌ-পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা। অপরদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।
গতকাল শনিবার আমিন বাজার সংলগ্ন তুরাগ নদে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। এতে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠেন ও কয়েকজন নদীতে নিখোঁজ হন। সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে অভিযানে সহায়তা করে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ। অভিযান চলাকালে শনিবার বিকাল ৩টার দিকে নৌকাটি উদ্ধার করে ক্রেন দিয়ে কয়লার ঘাটে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
অভিযানে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার শিশু ও একজন নারী। তারা হলেন- শিউলি আক্তার (২৭), রূপন (৪) ও আরমান (৩)। উদ্ধার হওয়া আরও দুই শিশুর পরিচয় জানা যায়নি।