বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাংগঠনিক সম্পাদক, সকালের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার আব্দুল লতিফ রানাকে মুঠোফোনে হুমকি দিয়েছে দৈনিক আমার সংবাদের সম্পাদক হাসেম রেজা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব।
শুক্রবার ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনটি নম্বর থেকে পর্যায়ক্রমে তিন বার দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক হাশেম রেজা লতিফ রানাকে ‘রাজাকারের বাচ্চা ও জঙ্গি আখ্যা দিয়ে মামলায় ফাঁসানোসহ’ নানা ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় লতিফ রানা গত ৭ অক্টোবর শাহবাগ থানায় জিডি (নং-৫২৭, তাং ৭/১০/২১) করেছেন।
উল্লেখ্য, লতিফ রানা এর আগে ‘আমার সংবাদ’ পত্রিকায় চাকরি করতেন। সেখানে বেতন-ভাতা না দিয়ে চাকরি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এরপর তিনি শ্রম আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাশেম রেজা তাকে হুমকি দেন।
ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে লতিফ রানাকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি একজন সম্পাদকের এমন আচরণ অগ্রহণযোগ্য বলে মনে করেন নেতৃবৃন্দ। অবিলম্বে লতিফ রানার পাওনা টাকা বুঝিয়ে দেওয়ারও দাবি জানানো হয় বিবৃতিতে।এ ব্যাপারে আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। লতিফ রানা আমার এখানে চাকরি করতেন। চাকরি ছেড়ে যাওয়ায় তার সমস্ত পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে।’