দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৯৯ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। তাদের মধ্যে এ পর্যন্ত ২৭ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে রোববার ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ তুলনায় সোমবার কিছুটা কমেছে। এ দিন যে ১১ জন মারা গেছেন, তাদের নয়জনই নারী।
এদিকে রোববার ৪৮১ নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। এর আগের দিন শনিবার ৪১৫ জন শনাক্ত হন। এ হিসেবে শনিবারই পাঁচ মাস পর শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে নামে। দুদিন পর আবার তা পাঁচশ ছাড়াল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ২ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ২ দশমিক ৩৬ শতাংশ ছিল।
সরকারি হিসাবে একদিনে দেশে সেরে উঠেছেন আরও ৬৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে উঠলেন।