বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

বিদ্যুৎ সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ গঠনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২১১ পাঠক পড়েছে

বিদ্যুৎ বিষয়ক সব মামলার তালিকা করে প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়।

সোমবার  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

দেশের জেলা ও উপজেলার পোস্ট পেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়। এছাড়াও কমিটি বিগত সভার কার্যবিবরণী নিশ্চিত করে সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ অপচয় রোধে গৃহীত ব্যবস্থা পর্যালোচনা করা হয়। এছাড়া সারা দেশে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা দূরীকরণে নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। কমিটির সদস্য বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস, এম, জগলুল হায়দার, মোঃ নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয়ের এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580