পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘কুঞ্জলতা’ ফেরিটি শিমুলিয়াঘাট থেকে যানবাহনবোঝাই করে বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাবাজারঘাটে এসে পৌঁছেছে। এ সময় ফেরিটিতে যানবাহনের পাশাপাশি বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির পরিদর্শক দল উপস্থিত ছিলেন।
বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা যায়, তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। পরে স্রোতের পরিমাণ কিছুটা কমলে ৫ অক্টোবর আবার পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়।
বাংলাবাজার ফেরিঘাটের বিআইডব্লিউটিএ ম্যানেজার সালাউদ্দিন জানান, পদ্মার স্রোত কিছুটা কমলে সকাল সাড়ে ১০টায় শিমুলিয়াঘাট থেকে ফেরি ‘কুঞ্জলতা শিমুলিয়াঘাট থেকে যানবাহন বোঝাই করে বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাবাজারঘাটে এসে পৌঁছেছে। এ সময় ফেরিটিতে যানবাহনের পাশাপাশি বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির পরিদর্শক দল উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা পেলে পরে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুর রহমান জানান, ফেরি চলাচলের ক্ষেত্রে বাংলাবাজার থেকে যাওয়ার সময় মূলত সমস্যা দেখা দেয়। তাই আমরা এখন শিমুলিয়া প্রান্তে গিয়ে পরিদর্শক টিমের সদস্যদের নিয়ে সভা করব।
তবে এখন থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে কিনা তা পরবর্তী সময় সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।