তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, পুরো বিশ্বের বৈষম্য, নারী-পুরুষের বৈষম্য দূর করতে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। এ খাতের মাধ্যমে হার্ডওয়্যার শিল্পের বিকাশ ঘটছে। মানুষের হাতে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত হচ্ছে।
মঙ্গলবার ডব্লিউসিআইটির ২৫তম আসর আয়োজন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সাল বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য বছর। এ বছর ডব্লিউসিআইটিসহ অনেক বড় বড় আয়োজন করছে বাংলাদেশ।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২৫তম আসর আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী হতে যাচ্ছে। এ সম্মেলনের এবারের আয়োজক বাংলাদেশ।
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) উদ্যোগে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ পরিচালনায় এ সম্মেলন হবে।
এবারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে, ‘আইসিটি দ্য গ্রেট ইকুয়ালাইজার’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউসিআইটি অনুষ্ঠিত হবে। আয়োজনটি অনলাইনেও হবে।