ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরে যোগ হয়েছে আরও দুই দল। সবমিলিয়ে বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দলের সংখ্যা এখন ১২। নতুন দল দুটি হচ্ছে- আহমেদাবাদ ও লখনৌ। ১২ হাজার কোটি রুপিতে বিক্রি হয়েছে এই দুই দলের মালিকানা। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমবার দুবাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ৬ ঘণ্টা ধরে চলা এক নিলামে বিক্রি হয়েছে নতুন দুটি দলের মালিকানা।
শুরুতে ২২টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও সেখান থেকে কমতে কমতে তা ১০টিতে নেমে আসে। আহমেদাবাদ, লখনৌ, ধর্মশালা, ইন্দোর, কটক ও গুয়াহাটি- আইপিএলের নতুন দলের লড়াইয়ে ছিল এই ৬টি শহর। নিলামে ছিল ভারতের আদানি গ্রুপ গোয়েঙ্কা গ্রুপ, সিভিসি ক্যাপিটালের মতো বড় বড় সংস্থাগুলো।