রাজধানীর শাহবাগ থানাধীন সেগুনবাগিচায় কর্ণফুলী নামের আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আদনান সাকিব নামের ২৫ বছর বয়সী ওই ছাত্রকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোরের আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি থাকতেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিত ভবনের ৩০০৫ নম্বর কক্ষে। তার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখুলি গ্রামে।
নিহতের স্ত্রীর বরাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, বুধবার থেকে আদনানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সন্ধ্যায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়।
ফোন কলের সূত্র ধরে বুধবার রাত ৩টার দিকে সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আদনানকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আদনানের পকেট থেকে উদ্ধার করা এনআইডিতে তার নাম-পরিচয় পাওয়া যায়।
আদনানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান বলেন, শাহবাগ থানা পুলিশ সেগুনবাগিচার একটি হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে এলে রাত ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজন আসেনি।