সরকারি দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত কোনো চাপে পড়ে অনিয়ম-দুর্নীতিতে না জড়াতে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার সচিবালয়ে নিজ দফতরে সদ্য যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় তিনি এ আহ্বান জানান।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নিজের মধ্যে দেশসেবার ব্রত ধারণ করার পাশাপাশি জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা রাখতে হবে।
মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কাজের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্তদের আরো ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না। সরকারি দায়িত্ব পালনে অনিয়ম-দুর্নীতিতে জড়াবেন না।
এসময় পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল।