ঝালকাঠিতে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে ও মো: কামাল শরীফের সহ্চালনায় প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির। বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ছবির হোসেন, সাবেক ছাএলীগের উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শফিকুর ইসলাম শফিক, ইয়াদ মোর্শেদ প্রিন্স, জামাল হোসেন মিঠু, আলি আজগর আকাশ, জুয়েল হোসেন, স্বপন, এজাজ প্রমুখ।
আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, “যুবলীগ, ছাত্রলীগ আওয়ামীলীগের মূল শক্তি। রাজপথের আন্দালন সংগ্রামে যুবলীগ সামনের কাতারে থেকে বিশেষ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, মেধা ভিত্তিক রাজনীতিতে যুবলীগ সামনের দিকে অগ্রসর হবে।”
বক্তারা বলেন জননেতা আলহাজ্ব আমুর হোসেন আমু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্যে দ্রুততম সময়ের মধ্যে জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার তাগিদ প্রদান করেন।