মানিকগঞ্জের এক হাজার ৫৪২ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে আজ। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান।
এর আগে গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে টিকা দেওয়া হয়। এরপর ১ অক্টোবর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
আজকের এক হাজার ৫৪২ জন বাদে এ পর্যন্ত ৩ হাজার ৩৭৬ জন ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে জানান ডা. লুৎফর রহমান।