ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৫৯ জন। এর মধ্যে ঢাকায় ১২৪ জন এবং ঢাকার বাইরে ৩৫ জন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন, যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৮ জন।
শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৭৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৫৪২ জন, আর বাকি ১৩৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৫০৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৭২৯ জন।