যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বড়দিনের প্যারেডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে মিলওয়াকি থেকে প্রায় ৩২ কিলোমিটার পশ্চিমে ওয়াউকেশা শহরে এ দুর্ঘটনা ঘটে।
ওয়াউকেশার পুলিশ প্রধান ড্যান থমসন জানিয়েছেন, বড়দিনের প্যারেড চলাকালে ভিড়ের মধ্যে লাল রঙের একটি গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে যায়। এসময় শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড কিনা তা এখনও জানা যায়নি- যোগ করেন তিনি।