ডিসেম্বরে বিশ্বের প্রায় ১১০টি দেশকে নিয়ে একটি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলন ভার্চুয়্যালি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায়, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপের নাম রয়েছে। তবে এই তালিকায় স্থান পায়নি বাংলাদেশ।
আমন্ত্রিত তালিকায় ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ব্রাজিলও আছে। এছাড়া তালিকায় আছে আফ্রিকায় কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নাইজারসহ আরও কয়েকটি দেশ। গত আগস্টে এই সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউজ। তখন বলা হয় তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। বিষয়গুলো হলো কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতি মোকাবিলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।