আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
হাফ ভাড়া কার্যকরের ক্ষেত্রে বাস মালিক সমিতি যেসব শর্ত আরোপ করেছে, সেগুলো হলো-
# এ সুযোগ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে,
# ব্যক্তি মালিকানাধীন বাসে ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।
# ঢাকার বাইরে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়,
# সুযোগ থাকবে না সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে।
উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আন্দোলনও শুরু করে শিক্ষার্থীরা। পরে সারা দেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার; যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার একই পথে হাঁটলো ব্যক্তি মালিকানাধীন গণপরিবহনও।