বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ডা. মুরাদের বিরুদ্ধে অব্যশই আইনের মাধ্যমে ব্যবস্থা : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ পাঠক পড়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন কাজ কঠিনভাবে করেন। তবে তিনি অত্যন্ত নরম ও কোমল মনের মানুষ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ‘মো. নূরুল হক ভবন’ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী মন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রী অন্যায় করেছিলেন। দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তার সমালোচনা করেছিল। সেগুলো দেখার সাথে সাথে প্রধানমন্ত্রী অ্যাকশন নিয়েছেন, দেশের মানুষ সাক্ষী।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘কিছু অ্যাকশন আছে তিনি চাইলেও নিতে পারবেন না। তিনি সাংসদ থেকে তাঁকে চাইলেই বাদ দিতে পারবেন না। কারণ তিনি আইন দ্বারা নির্বাচিত সাংসদ। সেখানেও আইন আছে। আর সেই আইনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে।’

‘শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন। তবে বেশির ভাগ সময় তিনি অত্যন্ত নরম, অত্যন্ত কোমল। মায়ের মতো, আমাদের মায়ের মতো’ মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুতরাং তাঁকে আমাদের সবার সহায়তা করতে হবে।’

‘এখনো অনেক সমস্যা আমাদের সামাজে আছে, যেগুলো সমাধানের জন্য ইস্পাতকঠিন দৃঢ়তা, ঈমান, বাঙালির প্রতি ভালোবাসা থাকা দরকার’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলা ভাষা বলে না, বুঝে না—বাংলার মাটিকে ভালোবাসে না, অসম্মান করে—অন্য দেশের মাটিকে বেশি ভালো মনে করে; সেসব বাঙালি দিয়ে বাংলার শাসন চলবে না। বাংলার শাসন চলবে আদি, অকৃত্রিম, খাঁটি সোনার মতো বাঙালি দ্বারা— সেটা শেখ হাসিনা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুলো আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580