বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

২০২৩ সালে শেষ হবে ঘোড়াশাল পলাশ সার কারখানার কাজ: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ পাঠক পড়েছে

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ঘোড়াশাল পলাশ সার কারখানার নতুন প্রকল্পের কাজ প্রায় ৫৩ ভাগ সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হলে নির্ধারিত সময় ২০২৩ সালের মধ্যেই সব কাজ শেষ হবে।

তিনি আরো বলেন, কারখানাটি উৎপাদনে আসলে বাংলাদেশের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রাখবে। কারখানাটি স্থাপিত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির উপর নির্ভরতা হ্রাস পাবে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ হবে।

শনিবার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

এর আগে প্রকল্পের অগ্রগতি বিষয়ে নরসিংদীর পলাশে সার কারখানার প্রকল্প অফিসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও বিসিআইসি চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, পলাশের ইউএনও ফারহানা আফসানা চৌধুরী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580