সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের অবৈধ সিগারেট কারখানা চিহ্নিত এবং সিগারেট ও বিড়িসহ সব ধরনের তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ কর্তৃপক্ষকে আগামী ৯০ দিনের মধ্যে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন।
একই সময়ে কেন সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে এসব কারখানায় সব ধরনের তামাকজাত পণ্যের উৎপাদন ও ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে ।
এ বিষয়ে কর্মকর্তাদের ব্যর্থতাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মাদক দ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিলের (এমএনওবিআইসি) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।
সংগঠনটি রিট আবেদনে বলেছে, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, বয়লার আইন-১৯২৩ এবং বাংলাদেশ শ্রম আইন-২০০৬ লঙ্ঘন করে অনেক অবৈধ কারখানায় সিগারেট ও বিড়িসহ তামাকজাত পণ্য উৎপাদন ও বিক্রি করছে বলে জানা গেছে।
আইনজীবী শেখ রফিকুল ইসলাম এবং শেখ রোবায়েতুল ইসলাম আবেদনকারীদের পক্ষে আদালতের শুনানিকে উপস্থিত ছিলেন।