মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকাডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৪টার দিকে মালয়েশিয়ার জহুর রাজ্যের উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ডুবে যাওয়া নৌকার সব আরোহী ইন্দোনেশিয়ার নাগরিক। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২৯ জন নিখোঁজ রয়েছে।
তারা সবাই ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে রওনা হয়েছিলেন। তবে নৌকাটির গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি। সূত্র: রয়টার্স, উইয়র্ক টাইমস