সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার প্রধান বিচারপতির বিদায় উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ৩০ ডিসেম্বর অবসরে যাবেন। আজ তার শেষ কার্যদিবস ছিল।
প্রধান বিচারপতি বলেন, ‘জেনে খুশি হয়েছি যে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।’
আইন প্রণয়ন হলে বিচারপতি নিয়োগ আরও স্বচ্ছ ও দ্রুত হবে এবং বিচারপতি নিয়োগের স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূর হবে বলে মন্তব্য করেন তিনি।
‘মামলার সংখ্যা বিবেচনায় আমাদের বিচারকের সংখ্যা অপ্রতুল’ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘মামলার জট নিরসনে দেশের অধস্তন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচারকের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন।’
আজ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্লাহ প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেন।