মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

দেশে রাজনৈতিক সহিংসতায় এ বছর নিহত ১৩০

নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ পাঠক পড়েছে

এ বছরের শুরু থেকে নবেম্বর পর্যন্ত ১১ মাসে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছে ১৩০ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ৫৯৪ জন।

রবিবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে ৫৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, ৪ জন বিএনপির নেতাকর্মী ও ১ জন সাংবাদিক। নিহতদের মধ্যে ৫০ জনের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

এই সময়ের মাঝে শিশু হত্যা হয়েছে ৫৪৭ এবং স্বামীর নির্যাতনে মারা গেছে ২১৩ নারী। এই ১১ মাসে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ২৪৭টি এবং ধর্ষণ পরবর্তী হত্যা ৪৬টি। আর ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে ৯ জন নারী। এছাড়াও ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬ জনের সাথে।

এতে আরও বলা হয়, বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাকালে প্রাণ গেছে ৬৭ জনের। অন্যদিকে এই বছর নির্যাতনের শিকার হয়েছে ১৯৩ জন সাংবাদিক।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580