নারায়ণগঞ্জ শহরে বাসে ট্রেনের ধাক্কায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। রোববার দুর্ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার পর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেজবাহ উদ্দিন (৬৫) নামের একজন মারা যান। আর রোববার রাতে সাব্বির নামের এক শিশু মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মেজবাহর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে একটি বাস উঠে পড়ে। এ সময় ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। তাছাড়া আহত হন আরও ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোকলেছুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। তাছাড়া রেল কর্তৃপক্ষ একটা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।