পশ্চিম লিবিয়ার সমুদ্র উপকূলে এক শিশু ও দুই নারীসহ ২৭ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ পাওয়া গেছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষদের জন্য এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট বলা হয়।
আল জাজিরায় প্রকাশ, শনিবার (২৫ ডিসেম্বর) লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ৫৫ মাইল দূরে উপকূলীয় শহর খোমসের বিভিন্ন জায়গায় এ হতভাগা অভিবাসন প্রত্যাশীদের লাশ ভেসে উঠে। তবে এখনও সবার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে রেড ক্রিসেন্ট জানায়। বাকিদের উদ্ধারে এখনও তৎপরতা চলছে।
বার্তা সংস্থা এএফপি একজন নিরাপত্তা কর্মকর্তার সূত্রে জানিয়েছে, লাশে পচন ধরে যাওয়া দেখে বোঝা যাচ্ছে কিছুদিন আগেই এ নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। লিবিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো কাপড়ের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে।
জাতিসংঘ অভিবাসন সংস্থার মতে, চলতি বছর ভূমধ্যসাগরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী প্রায় ১৫০০ মানুষের সলিল সমাধি ঘটেছে।