বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

সাতছড়িতে মর্টারশেল ও গুলি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২২০ পাঠক পড়েছে

হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৫টি মর্টারশেল ও চার বক্স গুলি উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অভিযান এখনো চলছে। সেই সঙ্গে সেখান থেকে কী পরিমাণে উদ্ধার করা হয়েছে তা ব্রিফিংয়ে জানানো হবে বলে জানানো হয়েছে।

অভিযান শেষে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান কর্মকর্তা ব্রিফিং করবেন জানিয়েছেন অভিযানে থাকা সোয়াট কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সোমবার ভোর থেকে কাউন্টার টেররিজমের একটি টিম সতর্কতার সঙ্গে সাতছড়ির গহিন অরণ্যে অভিযান চালায়। পরে একটি বাংকার থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

এদিকে অস্ত্র উদ্ধার তথ্য নিশ্চিত করে সিটিটিসির ডিসি আব্দুল মান্নান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ অভিযান এখনো চলছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান, সিটিটিসির এই কর্মকর্তা।

হবিগঞ্জের ডিআইও (১) সৈয়দ মোস্তাকিম জানান, চুনারুঘাট উপজেলার সাতছড়ি গহিন অরণ্যে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একদল সদস্য অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার নেতৃত্ব সোমবার ভোর ৩/৪টার দিকে থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইউনিটের অর্ধশত সদস্য সাতছড়ি বনের কাউন্টারের পূর্বদিকে বনের অভ্যন্তরে অভিযানে অংশ নিয়েছে। তিনি আর কিছু বিস্তারিত জানাতে পারেননি।

এর আগে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৩ আগস্ট সন্ধ্যায় সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি করে। গত ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে। এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে অষ্টমবারের মতো অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হলো।

২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় র‌্যাব অভিযান চালিয়ে সাতছড়ি থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে।

এরপর একই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফায় গহিন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড গুলি, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

৫ম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়। ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া তিনটি মামলা চুনারুঘাট পুলিশ তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580