আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। তবে দুর্নীতির মামলার এই রায় ঘোষণার সময় আদালত তার দুই বছরের সাজা মওকুফ করেছেন। নিকোলাস সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। তার বয়স এখন ৬৬ বছর।
বিবিসির খবরে বলা হয়েছে, আদালতে সারকোজিকে তার রাজনৈতিক দলের এক ফৌজদারি মামলার তদন্তের তথ্যের বিনিময়ে মোনাকোতে একটি মর্যাদাপূর্ণ চাকরির প্রস্তাব দিয়ে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেয়ার চেষ্টা করেন। সেই মামলায় তাকেসহ মোট তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রেসিডেন্ট তার আইনজীবীর মাধ্যমে যে ম্যাজিস্ট্রেটের সঙ্গে ‘দুর্নীতির চুক্তি’ করেছিলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিচারকরা বলেছেন, আইন ভাঙার কাজে এই ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার ‘গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে।