প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে বাজার খুঁজে বের করার জন্য রপ্তানি পণ্য উন্নয়ন, কৃষি পণ্য উন্নয়নের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করতে হবে। পণ্য বহুমুখীকরণ, উৎপাদন ও বিক্রির সুযোগ আমরা চাই। আমরা বিশ্বাস করি, বাণিজ্য মেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক অংশীদার সৃষ্টি হবে।
শনিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালি পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সংযুক্ত হয়ে বাণিজ্যমেলার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনার জন্য ব্যবসায়ীদের বাধা এসেছে। তবে সেই বাধা মোকাবেলার জন্য আমরা প্রণোদনা দিয়েছি, ভর্তুকি দিয়েছি।
তিনি আরও বলেন, প্রথমবার ক্ষমতায় এসে আমরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) তৈরি করেছি। আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছি। যাতে উৎপাদন, প্রক্রিয়াজাত ও রপ্তানিতে আমরা ভালো করি।
শেখ হাসিনা বলেন, যে আদর্শ নিয়ে জাতির পিতা আমাদের দেশ স্বাধীন করেছেন সে আদর্শকে পূরণ করতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে যে সম্মান পেয়েছি, তা ধরে রেখে যদি কোনো চ্যালেঞ্জ আসে, তাহলে সেটি মোকাবেলা করতে হবে। ইতোমধ্যেই রপ্তানিতে আমাদের অনেক উন্নতি হয়েছে। আর ব্যবসায়ীদের বলছি, আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে।
এ সময় ২০২২ সালে আইসিটি পণ্য সেবাকে ‘বর্ষসেরা পণ্য’ ঘোষণা করে তিনি বলেন, নতুন বছরে আমি আইসিটি পণ্য সেবাকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করছি।